ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১ সেপ্টেম্বর, ২০১৭, শুক্রবার। ১৭ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১১৭৪ - ইতালির পিসা শহরে বিখ্যাত পিসার হেলানো টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়।
১৮৫৩ - উত্তমাশা অন্তরীণ থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়।
১৯০৫ - ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
১৯১৪ - রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।
১৯২৩ - জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লাখ লোক মারা যায়।
১৯২৮ - আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।
১৯৩৯ - জার্মানির সেনারা পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯৬৯ - সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কর্নেল গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা দখল করেন।
১৯৮৫ - ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।
১৯৯২ - জাকার্তায় দশম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জন্ম
১৮৫৬ - সার্গেই উইনোগার্ডস্কি, রাশিয়ান অণুজীব বিজ্ঞানী।
১৮৭৭ - নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ ফ্র্যান্সিস অ্যাস্টন।
১৮৮৪ - হেনরী ফোরেল, সুইডিশ অ্যান্টোমলজিস্ট।
১৯১৪ - লেখিকা মৈত্রেয়ী দেবী।
১৯১৮ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
১৯৩৫ - বাংলাদেশি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।
১৯৭১ - হাকান শুকুর, তুর্কি ফুটবলার, যিনি স্ট্রাইকার পজিশনে খেলেন।

মৃত্যু
১১৫৯ - পোপ চতুর্থ অ্যাড্রেইন
১৬৪৪ - ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস।
১৬৪৮ - মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
১৬৮৭ - হেনরি মুর, ইংরেজ দার্শনিক।
১৭১৫ - চতুর্দশ লুইস ফ্রান্সের রাজা।
১৯৫০ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’ তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণকাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। অধুনা ঝাড়খণ্ডের ঘাটশিলাতে, ১ নভেম্বর ১৯৫০ তিনি মারা যান।
১৯৭০ - নোবেলজয়ী [১৯৫২] ফরাসি সাহিত্যিক ফ্রাঁসোয়া মরিয়াক।
১৯৮২ - মার্কিন গনিতবিদ হার্সেল কুরি।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।