ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

মহানায়ক উত্তম কুমারের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
মহানায়ক উত্তম কুমারের জন্ম মহানায়ক উত্তম কুমারের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজ পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৩ সেপ্টেম্বর, ২০১৭, রোববার। ১৯ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৭৮৩– গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।
১৮১৪– আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।
১৮৫৯– মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।
১৮৬৬– জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৮৭৫– আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়।
১৯১৮– চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।
১৯৪৩– দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী মিত্র বাহিনীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পণ করে।
১৯৫৫– গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইসরায়েল।
১৯৭১– কাতার ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে।
১৯৭৬– ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।

জন্ম
১৮৫৬– মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।
১৮৯৮– রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।
১৮৯৯– ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী।
১৯২৬– উত্তম কুমার, একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক এবং পরিচালক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে 'মহানায়ক' আখ্যা দেওয়া হয়েছে। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি সফলভাবে মঞ্চেও অভিনয় করেছিলেন। উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল দৃষ্টিদান। এরপর তিনি পঞ্চাশ ও ষাটের দশকে অনেকগুলো ব্যবসা সফল এবং একইসঙ্গে প্রশংসিত চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- হারানো সুর, পথে হল দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ও 'চিড়িয়াখানা' ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া 'অ্যান্টনি ফিরিঙ্গি' চলচ্চিত্রে অভিনয়ের জন্যও তিনি জাতীয় পুরস্কার পান। তিনি নিউইয়র্ক, বার্লিন চলচ্চিত্র প্রভৃতি সম্মানজনক চলচ্চিত্র উৎসবের অতিথির সম্মানও অর্জন করেছিলেন। ১৯৮০ সালের ২৪ জুলাই ওগো বধূ সুন্দরী ছবির শুটিং চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি চিরনিদ্রায় শায়িত হন।
১৯৭১– ভারতের লেখক কিরণ দেশাই।

মৃত্যু
১৮৮৩– রাশিয়ান লেখক ইভান তুর্গেনেভ।
১৯৬২– মার্কিন কবি ই ই কামিংস।
১৯৬৩– আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, আগস্ট সেপ্টেম্বর ০৩, ২০১৭
এনএইচটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।