ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিশ্বের সেরা ৫ সামরিক জাদুঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
বিশ্বের সেরা ৫ সামরিক জাদুঘর বিশ্বের সেরা ৫ সামরিক জাদুঘর

সভ্যতার সূচনালগ্ন থেকেই মানবজাতি নানা কারণে যুদ্ধে লিপ্ত হয়েছে বিভিন্ন সময়। যুদ্ধ চলছে এখনও। তাই যুগে যুগে মানুষ রপ্ত করেছে হাজারো রকমের যুদ্ধ কৌশল। তৈরি করেছে ভয়ানক সব অস্ত্র-শস্ত্র।

ইতিহাসের বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও সামরিক উপকরণগুলো নিয়ে বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে সামরিক জাদুঘর। এগুলোর মধ্যে থেকে বিশ্বের সেরা পাঁচটি সামরিক জাদুঘরগুলো নিয়েই এবারের আয়োজন।

বিশ্বের সেরা ৫ সামরিক জাদুঘরইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম, লন্ডন

ব্রিটিশরা যেন সব সময়ই একটু বেশি রাজকীয় বৈশিষ্টের অধিকারী। যুদ্ধক্ষেত্রেও তারা ব্যতিক্রম নয়। এর প্রমাণ পাওয়া যাবে লন্ডনের ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামে। এখানে তুলে ধরা হয়েছে প্রাচীন আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস। এটি প্রতিষ্ঠা করা হয় ১৯১৭ সালে। বিশ্বের সেরা ৫ সামরিক জাদুঘরন্যাশনাল ওয়ার্ল্ডওয়ারওয়ান মিউজিয়াম অ্যান্ড মেমোরিয়াল

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে অবস্থিত এ জাদুঘরটি সাজানো হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দিয়ে। ৪৭ একর জমির উপর নির্মিত এ জাদুঘরটি মিসৌরির অন্যতম পর্যটন আকর্ষণ। পর্যটকদের জন্য আরও রয়েছে ২১৭ ফুট উঁচু লিবার্টি মেমোরিয়াল টাওয়ারের চূড়ায় আহরোণের সুযোগ। বিশ্বের সেরা ৫ সামরিক জাদুঘরন্যাশনাল মিউজিয়াম অব রয়েল নেভি, যুক্তরাজ্য

এককালে সমুদ্রপথে সারা বিশ্বের উপর ছড়িয়ে ঘুরিয়েছে ব্রিটিশ নৌবাহিনী। যুদ্ধ জাহাজ নিয়ে যাদের আগ্রহ আছে তাদের রীতিমতো মুগ্ধ করবে এই জাদুঘর। যুক্তরাজ্যের পোর্টসমাউথে এর অবস্থান। প্রাচীন বায়ুচালিত জাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সাবমেরিনের দেখা মিলবে এখানে। বিশ্বের সেরা ৫ সামরিক জাদুঘরমিউজিয়াম অব দ্য গ্রেট প্যাট্রোয়িক ওয়ার, মস্কো

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সাবেক সোভিয়েত ইউনিয়নের ২৬ মিলিয়ন সামরিক ও বেসামরিক নাগরিকের স্মরণে রাশিয়ার রাজধানী শহর মস্কোতে নির্মাণ করা হয়েছে এ জাদুঘর। এছাড়াও ১৮১২ সালে নেপোলিয়ান বাহিনীর যুদ্ধ ইতিহাস বিভিন্ন পেইন্টিং ও ভাস্কর্যের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এখানে। বিশ্বের সেরা ৫ সামরিক জাদুঘরন্যাশনাল মিউজিয়াম অব ইউএস এয়ার ফোরস, অহিও

বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ উড়োজাহাজের সংগ্রহশালাটি যুক্তরাষ্ট্রের অহিওতে অবস্থিত। এখানে সাজানো আছে শত শত মডেলের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ। ইতিহাসের সব আইকনিক মডেলের প্লেনের পাশাপাশি এতে স্থান পেয়ছে অত্যাধুনিক ফাইটার জেট। উড়োজাহাজপ্রেমীদের জন্যে যেন স্বর্গ রাজ্য এ জাদুঘরটি।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।