ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৩০ সেপ্টেম্বর, ২০১৭, শনিবার। ১৫ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৮৬০ - যুক্তরাজ্যে প্রথম ট্রাম চালু হয়।
১৮৮২ - থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট চালু হয়।
১৯২৮ - পেনিসিলিন আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।
১৯৩৯ - পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৪৭ - পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগ দেয়।
১৯৯২ - বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।

জন্ম
১২০৭ - পারস্যের কবি জালালুদ্দিন রুমি।
১৯০৫ - নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ স্যার নেভিল ফ্রান্সিস মট।
১৯৩১ - নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ জ্যাঁ মারি লেঁ।
১৯৩৩ - বাঙালি নাট্যকার এবং অভিনেতা অজিতেশ বন্দোপাধ্যায়।
১৯৪৪ - আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।
১৯৬২ - বাঙালি চিত্রাভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে আছেন। প্রসেনজিৎ শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছোট্ট জিজ্ঞাসাতে’। ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ ছবিতে প্রথম নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অমর সঙ্গী’ তার সবচেয়ে হিট ছবিগুলির মধ্যে অন্যতম।

প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে দ্য লাস্ট লিয়র ছবিটি ছিল তার অভিনীত একমাত্র ইংরেজি ছবি এবং এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন।
১৯৭২ - খ্যাতিমান ভারতীয় গায়ক শান্তনু মুখার্জী।  

মৃত্যু
১৮৭৫ - শিক্ষাবিদ প্যারিচরণ সরকার।
১৯৪৩ - শিক্ষাবিদ ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়।
১৯৫৩ - পুঁথি সংগ্রাহক, গবেষক ও লেখক আবদুল করিম।  

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।