ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

তিন শিল্পীকে স্মরণ করে শেষ হলো ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭

ঢাকা: আলোকচিত্রী নাইব্উদ্দিন আহমেদ, ড. নওয়াজেশ আহমেদ ও রশিদ তালুকদারকে স্মরণের মধ্য দিয়ে শেষ হলো ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’র আয়োজন। বাংলাদেশের প্রয়াত চারুশিল্পী ও আলোকচিত্র শিল্পীদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠানের সমাপনী দিনে সন্ধ্যায় আলোকচিত্রী নাইব্উদ্দিন আহমেদের ওপর লিখিত প্রবন্ধ পাঠ করেন আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভী। ড. নওয়াজেশ আহমেদের ওপর প্রবন্ধ পাঠ করেন শিল্পী নাসিম আহমেদ নাদভী।

রশিদ তালুকদারকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন আলোকচিত্রী পাভেল রহমান।

তিন গুণী শিল্পীকে নিয়ে এ সময় আলোচনা করেন আলোকচিত্রী এম এ তাহের, নাফিস আহমেদ নাদভী, স্থপতি রবিউল হুসাইন, শিল্পী নাসিম আহমেদ নাদভী, মিজানুর রহমান তালুকদার ও আলোচচিত্রী কাজী রওণক হোসেন।

আলোচকরা তাদের আলোচনায় শিল্পীদের জীবনী তুলে ধরেন। আলোচনায় তুলে আনেন শিল্পীদের শিল্পকর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক।  

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকচিত্রী গোলাম মোস্তফা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের প্রয়াত চারুশিল্পী ও আলোকচিত্র শিল্পীদের স্মরণের মাধ্যম হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।