ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

শিশুদের দাতব্য সংস্থা ইউনিসেফ প্রতিষ্ঠা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
শিশুদের দাতব্য সংস্থা ইউনিসেফ প্রতিষ্ঠা ইউনিসেফের লোগো

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১১ ডিসেম্বর, ২০১৭, সোমবার। ২৭ অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৬৮৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।
১৮১৬ - ইন্ডিয়ানা যুক্তরাষ্ট্রের ১৯তম অঙ্গরাজ্যে পরিণত হয়।
১৮২৩ - ইংরেজি শিক্ষা প্রসারে রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।
১৮৬৮ - প্যারাগুয়ের যুদ্ধে ব্রাজিল সৈন্যবাহিনী প্যারাগুয়ের সৈন্যদের পরাজিত করে।
১৯৩০ - ইতালি জাতিসংঘ ত্যাগ করে।  
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ড জাপান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৬ - জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ প্রতিষ্ঠিত। শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে সংস্থাটি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে এ সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়। সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ তাদের কল্যাণমুখী ভূমিকার কারণে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।

জন্ম
১৮১০ - আলফ্রেদ দ্য ম্যুসস, ফরাসি নাট্যকার ও কবি।
১৮৪৩ - রবার্ট কখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
১৯১১ - নাগিব মাহফুজ, নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক।
১৯১৮ - আলেকজান্দার সোলঝেৎসিন, নোবেলজয়ী রুশ লেখক।
১৯২৪ - সমরেশ বসু, ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। ‘কালকূট’ ও ‘ভ্রমর’ ছদ্মনামে তিনি লিখতেন। ১৯৮০ সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন।
১৯২৮ - খান আতাউর রহমান, বাংলাদেশি চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা।
১৯৩৫ - প্রণব মুখার্জি, ভারতের রাষ্ট্রপতি।
১৯৬৯ - বিশ্বনাথন আনন্দ, ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার।

মৃত্যু
১৯৭১ - আ. ন. ম. গোলাম মোস্তফা, বাংলাদেশি সাংবাদিক।  

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।