ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় ...

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৬ ডিসেম্বর, ২০১৭, শনিবার। ০২ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৯০৪ - কলকাতার প্রথম দৈনিক সান্ধ্য পত্রিকা ‘সন্ধ্যা’ প্রকাশিত হয়।
১৯৫০ - সাইপ্রাসের জনগণ তাদের দেশের ওপর ব্রিটিশ আধিপত্য পরিসমাপ্তির লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন শুরু করে।
১৯৭১ - পাকিস্তানিদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। এ দিন নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যৌথবাহিনীর প্রধান জেনারেল জেনারেল জগজিৎ সিং অরোরা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর উপ-সর্বাধিনায়ক ও ডেপুটি চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খোন্দকার। বাংলাদেশের বিজয় দিবস হিসেবে প্রতি বছর ১৬ ডিসেম্বর দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। ২২ জানুয়ারি, ১৯৭২ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।
১৯৭২ - বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
১৯৭২ - বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯৯১ - কাজাকিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

জন্ম
১৭৭৫ - জেন অস্টেন, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯১৭ - আর্থার সি ক্লার্ক, একজন বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং উদ্ভাবক।
১৯০৬ - মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।
১৯৪০ – মাহমুদুন্নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

মৃত্যু
১৮৫৯ - ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।
১৯০১ - খাজা আহসানউল্লাহ, ব্রিটিশ ভারতের ঢাকার নবাব।
১৯৬৫ - সমারসেট মম, ব্রিটিশ কথাসাহিত্যিক ও নাট্যকার।
১৯৯৫ - ফিরোজ সাই, কণ্ঠশিল্পী।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।