ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

রামানুজনের জন্ম, তারকনাথ দাসের প্রয়াণ​

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রামানুজনের জন্ম, তারকনাথ দাসের প্রয়াণ​ বাঁয়ে রামানুজন । ডানে তারকানাথ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২২ ডিসেম্বর, ২০১৭, শুক্রবার। ০৮ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৭১৬ - যুক্তরাজ্যে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।

১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।

১৯৩৭ - চালু হয় লিংকন টানেল।

১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।

১৯৫৬ - ফ্রান্স এবং ব্রিটেন,মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।

১৯৫৮ - দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৫ - বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।

১৯৭১ - কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।

১৯৭১ - বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ - বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।

১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।

১৯৮৬ - সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।

জন্ম

১১৭৮ - আনটুকুর, জাপানের সম্রাট।

১৮৮৭ - শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ। ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর প্রাচীন ভারতের মাদ্রাজ প্রদেশের তাঞ্জোর জেলার ইরেভদ শহরের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। খুব অল্প সময় বাঁচলেও তিনি গণিতে সুদূরপ্রসারী অবদান রেখে গেছেন। প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে গাণিতিক বিশ্লেষন, সংখ্যাতত্ত্ব, অসীম ধারাআবৃত্ত ভগ্নাংশ শাখায়, গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রেখে যাওয়া নোটবুক বা ডায়েরি হতে পরবর্তীতে আরও অনেক নতুন সমাধান পাওয়া গেছে। ইংরেজ গণিতবিদ জি এইচ হার্ডি রামানুজনকে অয়েলারগাউসের সমপর্যায়ের গণিতবিদ মনে করেন। বেশ কিছুকাল যক্ষারোগে ভোগার পর ১৯২০ সালের ২৬ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যু
১৫৭২ - ফ্রাঁসোয়া কোয়ের, ফরাসি চিত্রশিল্পী।

১৬৬৬ - গুয়েরচিনো, ইতালিয়ান চিত্রশিল্পী।

১৬৬৮ - স্টিফেন, ব্রিটিশ চিত্রকর।

১৮৮০ - জর্জ এলিয়ট, ব্রিটিশ ঔপন্যাসিক।

১৯৫৮ - তারকনাথ দাস, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী। ১৮৮৪ সালের ১৫ জুন চব্বিশ পরগনার মাঝিপাড়ায় জন্ম। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী নেতা এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী। তার প্রধান অবদান প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন হিন্দু-জার্মান ষড়যন্ত্রের প্রস্থাপনা।

১৯৮৬ - সরদার জয়েন উদ্দীন, বাংলাদেশি সাংবাদিক ও কথাশিল্পী।

১৯৮৯ - স্যামুয়েল বেকেট, নোবেলজয়ী আইরিশ সাহিত্যিক।

১৯৯২ - গনেশ ঘোষ, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।