ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পৌষ বিদায়ের উৎসবে মেতেছে পুরান ঢাকা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
পৌষ বিদায়ের উৎসবে মেতেছে পুরান ঢাকা দোকানে নানা ধরনের ঘুড়ি, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী উঠেছে ১৪২৭ সনের পৌষের শেষ সূর্য। এ উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার বাসিন্দারা পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে পৌষ বিদায়ের উৎসবে মেতেছে।

এ উৎসব ‘সাকরাইন’ নামেই এখন সবার কাছে পরিচিত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হয়ে এ উৎসব চলবে রাত ৮টা পর্যন্ত। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ প্রতিপাদ্যে এ উৎসব একযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হবে। এবারই প্রথম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব। বিভিন্ন মাঠ ও বাড়ির ছাদ থেকে এদিন একসঙ্গে হাজারো ঘুড়ি উড়বে রাজধানীর আকাশে।

ঘুড়ি উৎসবকে সামনে রেখে শাঁখারীবাজারের দোকানগুলাতে নানা ধরনের ঘুড়ি, সুতা, নাটাইয়ের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। শুরু হয়ে গেছে ঘুড়ি, সুতা আর নাটাই কেনাবেচার ধুম। এখন শুধু বেলা গড়ানোর অপেক্ষা, তারপরই পুরান ঢাকা এলাকার আকাশ রঙিন ঘুড়িতে হবে একাকার!

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।