ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

অন্নদাশঙ্কর রায়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
অন্নদাশঙ্কর রায়ের জন্ম

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার, ১৫ মার্চ ২০২১, ০১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, ০১ শাবান ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫৬৪: মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।
১৮৪৮: বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা।
১৮৭২: ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।
১৮৯২: লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯১৭: রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।
১৯৩৭: শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।
১৯৪৮: পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৭২: বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।
১৯৮৫: প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com)
১৯৮৯: বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়।
১৯৯০: মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম সভাপতি নির্বাচিত হন।
২০১১: সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২) শুরু।
২০১৬: বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

জন্ম
১৭৬৭: অ্যান্ড্রু জ্যাকসন, ব্রিটিশ-আমেরিকান জেনারেল, বিচারক, রাজনীতিবিদ এবং যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট
১৭৮৩: রামকমল সেন, বাঙালি লেখক ও অভিধানপ্রণেতা
১৮৩০: নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেয়সে
১৮৪১: প্রতাপচন্দ্র রায়, বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত-সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক
১৮৫৪: এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী
১৯০২: কাজিরো ইয়ামামোতো, জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক

১৯০৪: অন্নদাশঙ্কর রায়, বিখ্যাত বাঙালি কবি, লেখক ও ছড়াকার
তিনি ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের উড়িষ্যা জেলায় জন্মগ্রহণ করেন। ওড়িয়া ভাষার সাহিত্যিক হিসেবে তার সাহিত্য জীবন শুরু হয়। ওড়িয়া, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা জানলেও বাংলা ভাষাকেই তিনি সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে বেছে নেন।

প্রায় ৭০ বছর ধরে অন্নদাশঙ্কর রায় নানা সাহিত্য সৃষ্টি করে গেছেন। ছোট গল্প, উপন্যাস, মহাকাব্য, গদ্য, পদ্য, ছড়া, ভ্রমণকাহিনী ইত্যাদি সবক্ষেত্রেই তিনি অবদান রেখেছেন। তিনিই প্রথম যিনি বাংলায় মহাকাব্যিক উপন্যাস রচনার পথ দেখিয়েছিলেন। তার লেখা প্রথম মহাকাব্যিক উপন্যাস ‘সত্যাসত্য’ কে তিনি ছয়টি খণ্ডে প্রকাশ করেছিলেন। তার লেখা প্রথম উপন্যাস ‘অসমাপিকা’ (১৯৩১)। তার অন্যতম জনপ্রিয় ছড়া ‘খুকু ও খোকা’।

সাহিত্যকর্মের জন্য অন্নদাশঙ্কর রায় বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া, ১৯৭৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক দেয়। তাকে দেশিকোত্তম সম্মান দেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডিলিট) উপাধি প্রদান করে।
তিনি ২০০২ সালের ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন।

১৯২০: নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন চিকিৎসক ডাক্তার এডওয়ার্ড ডোনাল থমাস
১৯৩১: চন্ডী লাহিড়ী, খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক
১৯৯৩: ফরাসি ফুটবলার পল পগবা

মৃত্যু
০০৪৪: রোমান জেনারেল ও রাজনীতিবিদ জুলিয়াস সিজার
১৮৪২: ইতালীয় সুরকার ও তাত্ত্বিক লুইজি চেরুবিনি
১৯৩৯: জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক
২০০৮: ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।