ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

কঠোর বিধিনিষেধেও অকারণে ঘুরছে মানুষ

শোয়েব মিথুন, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
কঠোর বিধিনিষেধেও অকারণে ঘুরছে মানুষ

ঢাকা: সারাদেশে করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যেও রাজধানীতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে মানুষ। এর মধ্যেও অনেকে অকারণে কিংবা অগুরুত্বপূর্ণ কাজে ঘরের বাইরে বের হচ্ছেন।

অনেকে আবার বের হচ্ছেন শুধু মুক্ত হাওয়ায় ঘুরতে। এমনই কিছু দৃশ্য ধরা পড়েছে বাংলানিউজের ক্যামেরায়।

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন।

কঠোর বিধিনিষেধে ফাঁকা ফ্লাইওভারে মোটরসাইকেল থামিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছেন অনেকে। নেই কোনো নিরাপদ শারীরিক দূরত্বের বালাই।

ফ্লাইওভারের দুই পাশে আড্ডা চললেও মাঝের অংশ পুরোই ফাঁকা। মাঝে মধ্যে দু-একটা মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি পারাপারের দৃশ্য দেখা যায়।  

ফ্লাইওভারের দুই পাশেই মোটরসাইকেল থামিয়ে চলছে আড্ডা। কেউবা আবার অপেক্ষা করছেন যাত্রীর।  

কমলাপুর রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজের ওপরও ঘুরতে বের হওয়া কয়েকজনের দেখা মেলে। সেখানেও বসে-দাঁড়িয়ে চলছে আড্ডা।  

হেলমেট ছাড়াই বাইকে চড়ে এভাবে ঝুঁকি নিয়ে কয়েকজনকে যাতায়াত করতে দেখা যায়।
 

কেউ আবার ফ্লাইওভারে বাইক থামিয়ে প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কেউ তুলছেন সেলফি।

ফুট ওভারব্রিজে পা ঝুলিয়ে বসে নিশ্চিন্তে চলছে আড্ডা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।