ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মায়াময় হেমন্তের সকাল

টিপু সুলতান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
মায়াময় হেমন্তের সকাল হেমন্তের সকালের সরিষা ক্ষেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের দুই শিশু।

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। এখানে প্রতিটি ঋতুর আগমন ঘটে তার অনন্য বৈশিষ্ট নিয়ে।

বিভিন্ন ঋতুতে বিভিন্ন সাজে সেজে উঠে প্রকৃতি। প্রতিটি ঋতু দেখায় তার ভিন্ন ভিন্ন রঙ ও সৌন্দর্য। তেমনি পাবনার ভাঙ্গুড়া এলাকা থেকে হেমন্তরে সকালের কিছু সুন্দর চিত্র তুলে এনেছেন বাংলানিউজের আলোকচিত্রী টিপু সুলতান।

 

ক্ষেতে থেকে শাক তুলছে গৃহবধূ।



ভোরে বাবার কাঁধে চড়ে ঘুরতে বেরিয়েছে কন্যা।

 


খালে পানি শুকানোর কারণে নৌকাগুলো পড়ে আছে।

 

ভোরের সূর্যের আলোয় সরিষা ফুল যেন সতেজ হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।