ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিনল্যান্ড

ফিনল্যান্ড বিএনপির বিক্ষোভ

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ফিনল্যান্ড বিএনপির বিক্ষোভ

ফিনল্যান্ড (হেলসিংকি): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি করার প্রতিবাদে ফিনল্যান্ড বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ফিনল্যান্ডের হেলসিংকির পার্লামেন্ট ভবনের সামনে এ সমাবেশ হয়।



সমাবেশে খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি করা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানায় প্রবাসী বিএনপি নেতাকর্মীরা।

এ সময় প্রবাসী বিএনপি নেতাকর্মীরা বলেন, ‘১৪ দলের এক বৈঠকে জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল অবরোধকারীদের প্রয়োজনে বুকে গুলি করার পরামর্শ দিয়েছেন। বাদলের এই বক্তব্যের পরে আর কী প্রমাণ করার প্রয়োজন আছে যে, এই অবৈধ সরকার নির্বিবেক সন্ত্রাসী এবং রক্তপাতের ওপর ভিত্তি করে ক্ষমতা জবরদখল করে রেখেছে। এখন দেশবাসী উপলব্ধি করছে, বাংলাদেশ কারা শাসন করছে। ’

এছাড়া ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল সফল করার আহবান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার ও সাধারন সম্পাদক মবিন মোহাম্মদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপি’র প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমান চপল, সহ-সভাপতি এজাজুল হক রুবেল, মো. আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, বদরুম মনির ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নিজাম আহমেদ, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, মঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, তানভীর আহমেদ, নজরুল ইসলাম, মো. জুয়েল, আরিফ আহমেদ, নাজমুল হাসান, ফাহমিদ-উস-সালেহীন, মোহাম্মদ হাসিব উদ্দিন, সাজিদ খান জনি, খালেদুল ইসলাম, আজাদ আবুল কালাম, মো. সহিদুল, সাজিদ খান জনি, শাকিল নেওয়াজ, আজমাইন রহমান প্রমুখ।

বাংলাদেশটাইম: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ