ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিনল্যান্ড

মিস ফিনল্যান্ড-২০১৫ হলেন রসা মারিয়া

জামান সরকার, হেলসিঙ্কি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
মিস ফিনল্যান্ড-২০১৫ হলেন রসা মারিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেলসিঙ্কি (ফিনল্যান্ড): মিস ফিনল্যান্ড-২০১৫ হয়েছেন রসা মারিয়া রুতি।

রোববার (১২ এপ্রিল) রাতে দেশটির কিরক্কোনুম্মি শহরের লংভিক কংগ্রেস হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে মিস ফিনল্যান্ডের মাথায় পরিয়ে দেওয়া হয় শীর্ষস্থানের মুকুট।



২০ বছর বয়সী রসা মারিয়া ফিনল্যান্ডের অউলু শহরের বাসিন্দা। আসন্ন ‘মিস ওয়ার্ল্ড-২০৫’ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তিনি।

মিস ফিনল্যান্ড ২০১৫’র গ্র্যান্ড ফিন্যালে পর্বে অংশ নেন ১০ জন প্রতিদ্বন্দ্বী। তারা বিচারক ও দর্শকদের সামনে তাৎক্ষণিক পারফর্ম করেন।

মিস ফিনল্যান্ড প্রতিযোগিতার আসরে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে হেলসিঙ্কির কারোলা মিল্লার ও এসপো শহর সারা আলবার্গ। ঝলমলে এ অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন ফিনল্যান্ডের জনপ্রিয় তারকারা।
Miss_Finland_1_to_10th_finalist
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ