ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিনল্যান্ড

মিস ফিনল্যান্ড খেতাব জিতলেন শিরলী কারভিনেন

জামান সরকার, হেলসিংকি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
মিস ফিনল্যান্ড খেতাব জিতলেন শিরলী কারভিনেন

হেলসিংকি: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি শহরের সুন্দরী শিরলী কারভিনেন জিতে নিয়েছেন এবারের মিস ফিনল্যান্ডের খেতাব।

এছাড়া আসরে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে তুরকু শহরের হেতা সাল্লীনেন ও হেলসিংকি শহরের আরেক সুন্দরী এলি-নরা কসকেলা।


রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস ফিনল্যান্ড ২০১৬ এর গ্র্যান্ড ফাইনাল। এতে বিচারকদের রায়ে ‘মিস ফিনল্যান্ড ২০১৬ এর মুকুট পরিয়ে দেওয়া হয় ২৩ বছর বয়সী শিরলীর মাথায়।

জানা গেছে, আসন্ন ‘মিস ওয়ার্ল্ড ২০১৬’ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন এবারের মিস ফিনল্যান্ড ২০১৬ এর শিরলী কারভিনেন।

এর আগে মিস ফিনল্যান্ড ২০১৬ এর গ্র্যান্ড ফিনালে পর্বে অংশ নেন ১০ জন প্রতিদ্বন্দ্বী। তারা বিচারক ও দর্শকদের সামনে তাৎক্ষণিক পারফর্ম্যান্সে অংশ নেন। এসময় বিচারকদের বিভিন্ন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দেন তারা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ