ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবস্থার অবনতি, সাড়া দিচ্ছেন না পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
অবস্থার অবনতি, সাড়া দিচ্ছেন না পেলে

বিশ্বকাপ নিয়ে যখন উন্মাদনায় বিশ্ব, ঠিক তখনই দুঃসংবাদ পেতে হচ্ছে ফুটবলপ্রেমীদের। আশংকাজনক অবস্থায় রয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।

অন্ত্রের ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপিতে তার শরীর এখন আর সাড়া দিচ্ছে না।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে পেলেকে। অথচ কিছুক্ষণ আগেও ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে পেলের অবস্থা স্থিতিশীল আছে। বেশ কিছু সময় পার হওয়ার পরই পেলের শারিরীক অবস্থার অবনতি হতে থাকে।

এর আগে গত বুধবার সাও পাওলোর আলবার্ট ৮২ বছর বয়সী পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, পেলের শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এবং কিছুটা উন্নতিও দেখা যাচ্ছে। হাসপাতালে রেখেই আগামী কিছুদিন তাকে চিকিৎসা দেয়া হবে।

কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন পেলে। গত বছর তার কোলন টিউমারও ধরা পড়ে।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।