ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
শেষ  আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

এক আসর বাদে আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। যেখানে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

আগামী ৯ ডিসেম্বর লুসাইলের আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সময়ের সেরা দল নিয়ে এসে প্রথম ম্যাচেই হোঁচট খায় আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে লিওনেল স্কালোনি দল। কিন্তু এরপর ঠিকই ঘুরে দাঁড়ায় তারা। মেকিক্সো, পোল্যান্ড ও শেষ ষোলোয় ২-১ গোলের জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অন্যদিকে নেদারল্যান্ডসের এখনো আসরের কোনো ম্যাচেই হারেনি। শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয় ৩-১ গোলে। গ্রুপ পর্বে সেনেগাল ও কাতারের বিপক্ষে জয় পেলেও ড্র করে ইকুয়েডরের বিপক্ষে।

তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ডাচদের  সামলানো কঠিন হবে বলে মনে করছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা আমাদের থেকে বল বের করে নিতে চাইবে। এই পর্যায়ে এসে বিশ্বকাপ আরও কঠিন উঠছে। ’  

নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল জিতেছিল আর্জেন্টিনা। সেবার ডাচদের ডাগআউটে ছিলেন লুইস ফন হাল। এবারও আছেন তিনি। স্কালোনি বলেন, ‘ফন হালের মতো কোচের মুখোমুখি হওয়াটা গর্বের। ’

বাংলাদেশ সময় : ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।