ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘আমরা ভারতকে হারিয়েছি’- বাংলাদেশের জয়ে আর্জেন্টাইন সমর্থকের উল্লাস 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
‘আমরা ভারতকে হারিয়েছি’- বাংলাদেশের জয়ে আর্জেন্টাইন সমর্থকের উল্লাস 

আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগ, উন্মাদনার খবর এরইমধ্যে বেশ চর্চিত বিষয়ে পরিণত হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে এ নিয়ে রীতিমত সাড়া পড়ে গেছে।

দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে ফলাও করে প্রচার করা হয়েছে। এমনকি খোদ আলবিসেলেস্তেদের কোচও বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

ধীরে ধীরে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে বন্ধন দৃঢ় হতে শুরু করেছে আর্জেন্টাইনদের। কাতারে আর্জেন্টাইনদের হাতে তাদের নিজ দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও দেখা গেছে। কেউ কেউ গ্যালারিতে বসে কিংবা মাঠের বাইরে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। তবে সেই সম্পর্কে নতুন এক অধ্যায় যুক্ত হয়েছে। সম্প্রতি আর্জেন্টাইন সমর্থকদের এক অংশ মিলে একটি গ্রুপ খুলেছেন। তারা মূলত বাংলাদেশকে ক্রিকেটে সমর্থন দেওয়ার জন্য ওই গ্রুপ চালু করেছেন; যা এরইমধ্যে বেশ পরিচিতি পেয়ে গেছে।

কিন্তু সেই গ্রুপের বাইরেও ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থন দিচ্ছেন বেশ কয়েকজন আর্জেন্টাইন। তাদেরই একজন লিয়ান্দ্রো গায়িচিও।  টাইগারদের বেশ পুরনো সমর্থক তিনি। প্রায়ই নিজের ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে পোস্ট দেন তিনি। বাংলাদেশ দল নিয়ে তার আগ্রহ আর উচ্ছ্বাসের খবর অবশ্য চাপা থাকেনি। আরও আগেই তাকে সংবাদ হয়েছে এদেশে। টাইগারদের প্রতি আরও একবার নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন তিনি। এমনকি সাকিব-লিটনদের গতকাল ভারতের বিপক্ষে ম্যাচটি দেখার জন্য রাত জেগেও ছিলেন তিনি।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোববার রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের ঘূর্ণিজাদুতে ২০০-এর নিচেই ভারতকে অলআউট করার পর মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজের শেষ উইকেট জুটিতে অবিশ্বাস্য এই জয় আসে। টাইগারদের এমন সাফল্য হৃদয় ছুঁয়ে গেছে সুদূর আর্জেন্টিনার লেয়ান্দ্রো নামের ওই সমর্থকদের। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন; যেখানে তাকে বলতে শোনা যায়, 'অভিনন্দন বাংলাদেশ। আমরা ভারতকে হারিয়েছি। দারুণ এক ম্যাচ। (খেলা দেখার জন্য) আমি ঘুমাতে পারিনি। তবে আমি খুবই খুশি। কী অসাধারণ এক ম্যাচ! ভামোস আর্জেন্টিনা, ভামোস বাংলাদেশ। ' ভিডিওর মাঝে তার মাথার ক্যাপটাও দেখান তিনি। যা দেখে বাংলাদেশি সমর্থকরা কিছুটা অবাক হবেন; কারণ ক্যাপটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো সম্বলিত!

এর আগে বাংলাদেশি ভক্তদের নিয়ে টুইট করেছে আর্জেন্টিনা জাতীয় দলও। টুইটে বাংলাদেশের বিভিন্ন স্থানের আর্জেন্টিনা ভক্তদের তিনটি ছবি দেয়া হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি ভক্ত) আমাদের মতোই পাগল। ’ আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা চলে তা সেই টুইটের নিচে এক ভিডিওর মাধ্যমে বুঝানোর চেষ্টা করেন এক বাংলাদেশি। তার জবাবে আর্জেন্টিনা জাতীয় দল লেখে, ‘কতটা পাগল তারা! আমরা তাদের ভালোবাসি। ’

এর আগে মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা প্রকাশ পায় আর্জেন্টিনার বেশ কিছু সংবাদমাধ্যমেও। আর গত শনিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বলেন, ''বহু বছর ধরে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিকে ঘিরে সারা বিশ্বে উন্মাদনা দেখা যাচ্ছে। অনেক বছর ধরে ম্যারাডোনার জন্য এবং এখন মেসির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সমর্থন রয়েছে। বাংলাদেশ এবং অন্য অনেক দেশ থেকে এমন সমর্থন পেয়ে আমরা গর্বিত। এটা দারুণ অনুভূতি। বাংলাদেশি সমর্থকদের অনেক ধন্যবাদ। '

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।