ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নতুন রূপে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
নতুন রূপে নেইমার

ইনজুরি কাটিয়ে ফেরার জন্য তৈরী নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলো রাউন্ডের ম্যাচে আজ খেলবেন তিনি।

তবে সম্পূর্ণ নতুন রূপেই দেখা যাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

মাঠে নামার আগে প্লাটিংনাম রংয়ের আদলে চুলের ‘স্টাইল’ করেছেন নেইমার। বরাবরের মতো এবারও নাপিতের কাজটা করেছেন তার বন্ধু নারিকো। ২০১৫ সাল থেকে দুজনের বন্ধুত্বের শুরু। এরপর রাশিয়া বিশ্বকাপেও নারিকোকে সঙ্গে নিয়ে যান নেইমার। তার পরামর্শেই নারিকোর সঙ্গে চুক্তি করে পিএসজি।

নেইমারকে নতুন রূপ দেওয়ার পর নারিকো ইনস্টাগ্রামে লেখেন, ‘ফেরার জন্য নতুন রূপে নেইমার। সবটুকু নিংড়ে দাও বন্ধু। ইশ্বর তোমাকে ও আমাদের জাতীয় দলকে আশীর্বাদ করুক। ’

নেইমার ছাড়াও ব্রাজিল দলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, রাফিনিয়ারও চুল কেটে দেন নারিকো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এই নাপিত। ইনস্টাগ্রামে ৫ লাখেরও বেশি অনুসারী আছে তার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে নারিকো বলেন, ‘কোনো সেলেব্রিটির সঙ্গে সাক্ষাত হওয়ার আগে থেকেই আমি পরিচিতি পেতে শুরু করি। আমার কাছে নানান রকমের ‘হেয়ারকাট’ আছে এবং সেগুলো দেশব্যাপী জনপ্রিয়। ’

এদিকে স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।