ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্কালোনি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্কালোনি

২০২২ সালের বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ৫ জনের সেই তালিকায় আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

 

এবারের বর্ষসেরা বাছাইয়ের ক্ষেত্রে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত সময়কালকে বিবেচনায় নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। স্বাভাবিকভাবেই তাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো স্কালোনি আছেন সেরাদের সংক্ষিপ্ত তালিকায়। শুধু কি তাই, তার অধীনে সর্বশেষ ৪৩ ম্যাচে মাত্র ১ বার হার দেখেছে আলবিসেলেস্তেরা। একমাত্র হারটি আবার বিশ্বকাপের গ্রুপ পর্বে, সৌদি আরবের বিপক্ষে।  

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও আছে সংক্ষিপ্ত তালিকায়। ফরাসিদের ২০১৮ বিশ্বকাপ জেতানোর পর পুরস্কারটা ঘরে তুলেছিলেন দেশম। তার অধীনে সর্বশেষ ৪ টুর্নামেন্টের ৩টির ফাইনালে উঠেছে ফ্রান্স। এছাড়া ২০২১ ন্যাশন্স লিগের শিরোপাও জিতেছে তারা।  

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন মরক্কোর কোচ ওয়ালিদ রেগরেগি। তার অধীনে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল উত্তর আফ্রিকার দেশটি। এছাড়া বর্ষসেরার তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ কার্লো আনচেলত্তি এবং ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো কোচ পেপ গার্সিওলা।

ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা:

১. কার্লো আনচেলত্তি (ইতালি / রিয়াল মাদ্রিদ)
২. দিদিয়ের দেশম (ফ্রান্স / ফ্রান্স জাতীয় দল)
৩. পেপ গার্দিওলা (স্পেন / ম্যানচেস্টার সিটি)
৪. ওয়ালিদ রেগরেগি (মরক্কো / উইদাদ এফসি / মরক্কো জাতীয় দল)
৫. লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা / আর্জেন্টিনা জাতীয় দল)

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।