ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে নারী ‍ফুটবলারদের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছিল বাফুফে। তারা জানিয়েছিল, বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এবার বাফুফে সূত্রমতে জানা গেল, সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ আয়োজিত হতে পারে। তবে সেটি সিঙ্গাপুরে গিয়ে খেলতে হবে।

আজ (২৪ জানুয়ারি) মঙ্গলবার পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলা প্রায় নিশ্চিত। আগামী দু-তিনদিনের মধ্যেই পুরো নিশ্চয়তা পাওয়া যাবে বলে জানিয়েছে বাফুফে-সূত্র। সব ঠিকঠাক থাকলে, সিঙ্গাপুরে সাবিনারা খেলবেন দুটি ম্যাচ।

এপ্রিলেই বাংলাদেশ নারী ফুটবল দল আগামী প্যারিস অলিম্পিক গেমসের বাছাইয়ে অংশ নেবে। বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরান, মায়ানমার ও মালদ্বীপ।

বাফুফে সূত্রমতে, সিঙ্গাপুরের সঙ্গে শেষ পর্যন্ত ম্যাচ না হলে ফেব্রুয়ারিতে খেলার সুযোগ হাতছাড়া হবে নারী ফুটবলারদের। কারণ সিঙ্গাপুর ছাড়া অন্য দেশ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি। তখন এপ্রিলের উইন্ডোতে খেলার অপেক্ষায় থাকতে হবে সাবিনাদের। তবে আগামী মার্চে বাংলাদেশে আসতে পারে কম্বোডিয়ার মেয়েরা।

বাফুফের সঙ্গে কম্বোডিয়ার যতটুকু যোগাযোগ হয়েছে, তাতে দেশটি বাংলাদেশে এসেই খেলতে চায় এবং সেটা হলে মার্চের উইন্ডোতে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।