ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ের পরেও সন্তুষ্ট নন ছোটন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
জয়ের পরেও সন্তুষ্ট নন ছোটন

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

  জয়ের পরও সন্তুষ্ট নন কোচ। তার মতে, ‘প্ল্যান অনুযায়ী খেলা হলেও উপভোগ্য খেলা উপহার দিতে পারেনি। ’ আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগিয়ে যাওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে ছোট বলেন, ‘ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে জয়টা আমাদের জরুরি ছিল। এই ম্যাচে জয় নিয়ে আমরা প্রথম লক্ষ্য পূরণ করতে পেরেছি। এবার পরের ধাপ গুলোতে জয় নিয়ে এগিয়ে যেতে চাই। ’

নেপালের বিপক্ষে প্রথম দিকে গোছানো ফুটবল খেললেও মাঝে শামসুন্নাহারের ইনজুরির পর খেলার তালে কিছুটা ভাটা পড়ে। এই বিষয়ে কোচ বলেন, ‘আপনারা জানেন শামসুন্নাহার আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার বদলে আইরিন মাঠে নামে। এটা তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। সময়ের সাথে সাথে সে খেলায় মানিয়ে নিয়েছে। ’

‘শামসুন্নাহার ইনজুরি কবলিত হলেও পরের ম্যাচে তাকে দলে পাওয়া যাবে। ইতোমধ্যেই সে সেরে উঠেছে। তবুও তাকে হাসপাতালে চেক-আপের জন্য পাঠানো হবে। ’

ম্যাচের আগে উপভোগ্য ফুটবল উপহার দেয়ার কথা বলেছিলেন ছোট। ম্যাচ শেষে বললেন জয় পেলেও উপভোগ্য খেলাটা পুরোপুরি হয়নি। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে দল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। ছোটন বলেন, ‘পরের ম্যাচে আমাদের প্রতিপক্ষ ভারত। তারা শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।