ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছোটনের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছোটনের

টানা তৃতীয়বার নারী সাফ চ্যাম্পিয়শিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ-নেপাল। সিনিয়র নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে তাদের মাটিতে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

তবে অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার সঙ্গী হয়েছিল বাংলাদেশের।  

এবার অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আবারও বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ফাইনালের আগে আজ (৮ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন একটি প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ফাইনালের প্রত্যাশা জানিয়েছেন।

ফাইনালে সকলকে উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয়াই প্রত্যাশা বলে জানিয়েছেন ছোটন। তিনি বলেন, ‘মেয়েরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে ফাইনালে উঠেছে। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। ফাইনালে আমরা সকলকে উপভোগ্য একটা ম্যাচ উপহার দিতে চাই। ’

নেপালকে শক্ত প্রতিপক্ষই মানছেন ছোটন। তিনি বলেন, ‘ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে নেপাল। ভারত আসরের অন্যতম ফেভারিট দল ছিল। নেপাল অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। নিজেদের দক্ষতার প্রমাণ তারা দিয়েছে। ফাইনালে আমরা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের আশায় আছি। ’

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা শামসুন্নাহার-আকলিমারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে। লিগ পর্যায়ের তিনটি ম্যাচেই দারুণ খেলেছে স্বাগতিক মেয়েরা। তিন ম্যাচের দুটি জিতে এবং একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলছে বাংলাদেশ। অন্যদিকে নেপাল তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে উঠেছে ফাইনালে।

তবে নেপালের বড় কৃতিত্ব লিগ ম্যাচে ভারতকে হারানো। পিছিয়ে পড়া ম্যাচ জিতে ভারতকে বিদায় করে সবার আগে ফাইনালে নাম লিখিয়েছিল হিমালয়ের দেশের মেয়েরা। কিন্তু শিরোপা জয়ের জন্য দুই দলেরই সমান সুযোগ দেখছেন বাংলাদেশের কোচ। নেপালকে গ্রুপ পর্বের ম্যাচে হারালেও হাওয়ায় ভাসছেন না কোচ ছোটন। তিনি বলেন, ‘ফাইনালে দুই দলেরই শিরোপা জেতার সমান সুযোগ রয়েছে। যেই দল সুযোগ কাজে লাগাতে পারবে তারাই শিরোপা জিতবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।