ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপ্পে-বেনজেমা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপ্পে-বেনজেমা

বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নিয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে তাদের মধ্য থেকে একজনের হাতে উঠবে ফিফা দ্য বেস্টের ট্রফি।

গত বছরটি দুর্দান্তভাবে কাটিয়েছেন মেসি। বিশ্বকাপ জিতে ঘুচিয়েছেন নিজের অপূর্ণতা। তাই অর্জনের আর কিছুই বাকি নেই। বিশ্বকাপ জেতার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যেও ছিলেন অনন্য। তাই পুরস্কার জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি।

মেসির কাছে হেরেই দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়নি এমবাপ্পের। তবে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নিজেকে এবারও রেখেছেন সেরাদের কাতারে। কাতার বিশ্বকাপে আট গোল করে জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। এছাড়া ক্লাব ফুটবলে পিএসজি হয়ে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে আলো ফুটিয়েছেন করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ের ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এএইচএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।