ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাফুফে ভবনে আর্জেন্টাইন কুটনীতিক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
বাফুফে ভবনে আর্জেন্টাইন কুটনীতিক

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফেরো বাংলাদেশে আসবেন আগামী ২৭ ফেব্রুয়ারি। তার সফর উপলক্ষে আজ (২৩ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফ্রাঙ্কো স্যানিলিয়ানি এবং দূতাবাসের আরেক কর্মকর্তা জুয়ান গার্সিয়া বাফুফে ভবনে এসেছিলেন।

 

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কাফেরো বাংলাদেশ সফরকালে বাফুফে পরিদর্শনের কথা রয়েছে। একইসাথে ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন এবং অন্যান্যদের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। পরাষ্ট্রমন্ত্রী আসার আগে আজ আর্জেন্টিনার এই দুই কূটনীতিক বাফুফে ভবনে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংক্ষিপ্ত এক বক্তব্যে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফ্রাঙ্কো বলেন, ‘আসন্ন সফর নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। বাংলাদেশকে সম্মান জানাতেই আমরা আজ এখানে এসেছি। এখানে লোকাল খেলোয়াড়দের আজ আমরা দেখেছি। কূটনীতিক হিসেবে আমার এমন অভিজ্ঞতা এই প্রথম। আশা করি আগামী সফর ফলপ্রসূ হবে দুই পক্ষের জন্যই। বিশ্বকাপে বাংলাদেশের মানুষ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। ’
 
ডেপুটি চিফ অব মিশনের সফর নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেন, ‘আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় কাজের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও আসবেন। আমাদের সভাপতিসহ কার্যনিবার্হী কমিটির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ নিয়ে তাদের বিষয়গুলো জেনেছি, পাশাপাশি আমাদের কথাও বলেছি। ’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের কর্মকর্তারাও আসার কথা রয়েছে। সেই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের ক্লাব প্রতিনিধিদের একটি বৈঠকও হবে, ‘২৭ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের ক্লাব প্রতিনিধিরা থাকবেন। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এবং ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে আমাদের কর্মসূচি কী হবে সেটা দুই এক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।