ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ক্যাম্পে যোগ দিলেন আঁখি খাতুন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ক্যাম্পে যোগ দিলেন আঁখি খাতুন

সামনেই অলিম্পিক বাছাই, রয়েছে ফিফা উইন্ডোতে খেলার সুযোগ। সেই লক্ষ্যে জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প চলছে।

সেই ক্যাম্পে ছিলেন না বাংলাদেশের ডিফেন্স লাইনের অন্যতম সেরা ফুটবলার আঁখি খাতুন। তার ক্যাম্পে যোগ দেয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।  

তবে আজ (২৩ ফেব্রুয়ারি) ক্যাম্পে যোগ দিয়েছেন আঁখি। আঁখির ক্যাম্পে যোগ দেয়ার বিষয়টি বাংলানিউজটোয়োন্টিফোরকে নিশ্চিত করেছেন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘আঁখি আজ ক্যাম্পে যোগ দিয়েছেন। দলের সঙ্গে বাফুফে ভবনেই অবস্থান করছেন। ’

ক্যাম্পে যোগ দেয়ার বিষয়টি জানিয়েছেন আঁখি নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতীর্থদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আঁখি। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!! অবশেষে ফুটবল ক্যাম্পে ফিরতে পেরেছি। আমি এখন বাফুফে ভবনে অবস্থান করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

প্রায় দেড় মাসের বেশি সময় ক্যাম্পে অনুপস্থিত ছিলেন আঁখি খাতুন। তিন দিনের ছুটি নিয়ে দেড় মাস ক্যাম্পে অনুপস্থিত ছিলেন জাতীয় নারী দলের গুরুত্বপূর্ণ এই সদস্য। বাফুফে থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার কোনো জবাব দেননি এই ডিফেন্ডার। সর্বশেষ ৩১ ডিসেম্বর নারী ফুটবল লিগ শেষ হওয়ার পর বাফুফে ভবনে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।  

এরপর মায়ের অসুস্থতার কথা বলে ৩ দিনের ছুটি নিয়ে বাড়ি চলে যান। এরপর আজ ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে প্রথমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানানো হয়েছিল। এই বিষয়ে ছোটনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে এখনও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। এরপর নেয়া হবে কিনা আমি জানি না। এটা নিয়ে এখনোও কোনও আলোচনা হয়নি। ’ 
এর আগে মায়ের অসুস্থতার জন্য ছুটি নিয়ে সিরাজগঞ্জে অবস্থান করছিলেন আঁখি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।