ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পুলিশকে হারিয়ে তিনে শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
পুলিশকে হারিয়ে তিনে শেখ রাসেল

প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলায় জয় দিয়ে যাত্রা শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। পিছিয়ে পড়েও পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে জুলফিকার মাহমুদের দল।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধে লিড পায় পুলিশ। তবে দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখিয়েছে শেখ রাসেল। বদলি নেমে ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন দিপক রয়-নিহাত জামানরা। তাতে এই অর্ধে তিন গোল করে লিগে পঞ্চম জয় তুলে নিয়েছে শেখ রাসেল।  

যদিও ম্যাচের ৩৭ মিনিটে পিছিয়ে পড়ে শেখ রাসেল। পুলিশকে এগিয়ে নেন কলোম্বিয়ান ফরোয়ার্ড জোহান আরাঙ্গো। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা এডওয়ার্ড মরিল্লো রাসেলের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল ছাড়েন জোহান আরাঙ্গোর পায়ে, বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ঝাঁপিয়েও আটকাতে পারেননি আশরাফুল রানা। হাতে লেগে বলে জড়িয়ে যায় জালে।


মধ্য বিরতি থেকে ফেরার চার মিনিটের মধ্যেই সমতায় ফেরে শেখ রাসেল। জামাল ভূঁইয়ার লম্বা ক্রস ফেরাতে ব্যর্থ হন পুলিশ গোলরক্ষক রাকিবুল হাসান তুষার। বল গিয়ে পড়ে ছয় গজ বক্সে থাকা মোহাম্মদ ইব্রাহিমের পায়ে, সেখানে কোনো ভুল করেননি জাতীয় দলের এই ফরোয়ার্ড। ডান পায়ের আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন তিনি।  

৫৭ মিনিটে দুর্দান্ত প্রচেষ্টায় শেখ রাসেলকে রক্ষা করেন আশরাফুল রানা। আরাঙ্গোর ফ্রিকিক ঝাঁপিয়ে আটকানোর পর ফিরতি বলে এডওয়ার্ডের শট পা দিয়ে ঠেকান রানা। তাতে ম্যাচে দারুণভাবে টিকে থাকে শেখ রাসেল। ৭৮ মিনিটে পুলিশ গোলরক্ষক তুষারের দৃঢ়তায় এগিয়ে যাওয়ার রসদ পায়নি শেখ রাসেল। জামালের কর্নারে দূরের পোস্টে দিপক রয়ের ডান পায়ের গতির শট লাফিয়ে বাইরে ঠেলে দেন তুষার।

পুলিশের রক্ষণে চাপ অব্যাহত রাখে শেখ রাসেল। তাতে মেলে সাফল্য। ৮১ মিনিটে রাসেলকে এগিয়ে নেন এমফন উদো। মধ্যমাঠ থেকে চার্লস দিদিয়েরের মাপা ক্রস পুলিশের বক্সের সামনে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান নাইজেরিয়ান এই ফরোয়ার্ড।  

পাঁচ মিনিট পরই রাসেলের ব্যবধান আরো বাড়ান বদলি নামা নিহাত জামান উচ্ছ্বাস। এই গোলেও দারুণ অবদান রেখেছেন এমফন উদো। তার ফ্রি কিকে দূরের পোস্টে দিপক রয় হেডে বাড়িয়ে দিলে গোলমুখে উচ্ছ্বাস হেড করে লক্ষ্যভেদ করেন। তাতে দুর্দান্ত জয় নিয়ে ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।