ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয় জয়ে তিনে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
টানা দ্বিতীয় জয়ে তিনে ইউনাইটেড

লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ফেরা হলো। এরপর এভারটনের বিপক্ষে খেলতে নেমে যেন আরও জ্বলে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষ গোলকিপারের পরীক্ষা নিয়েছে তারা। গোলও পেয়েছে অবশ্য, টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনেও উঠে এসেছে এরিক টেন হাগের দল।  

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে দুইটি গোল করেন স্কট ম্যাকটমিনে ও আন্থনি মার্শিয়াল।

ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ইউনাইটেড। আক্রমণও করতে থাকে বেশ। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। প্রথম থেকেই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। জ্যাডন সানচো থেকে পাওয়া পাস বুলেট গতির শটে জালে পাঠান স্কটিশ এই মিডফিল্ডার।  

বিরতির পর আগের মতোই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে ইউনাইটেড। ৭১তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্শিয়াল। র‌্যাশফোর্ডের পাস বক্স থেকে নিচু শটে জালে পাঠান তিনি। শেষদিকেও বেশ কয়েকটি আক্রমণ চালায় ইউনাইটেড। তবে আর গোল পাওয়া হয়নি।  

এই জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।