ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারলেন রিয়ালের ভালভার্দে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারলেন রিয়ালের ভালভার্দে

ভিয়ারিয়ালের কাছে ৩-২ হেরে এমনিতেই মন খারাপ রিয়াল মাদ্রিদ ফুটবলারদের। তবে ফেদে ভালভার্দের মেজাজ ছিল চরমে।

ক্রুদ্ধ হয়ে কেবল সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। ফন্দি এটে ঘুষি মেরে বসেন ভিয়ারিয়াল ফুটবলার অ্যালেক্স বায়েনাকে।

ঘটনার সূত্রপাত মূলত গত জানুয়ারিতে কোপা দেল রে’র ম্যাচ থেকে। খেলা চলাকালীন ভালভার্দেকে ফাউল করে বসেন বায়েনা। লাথি মারার পাশাপাশি ভালভার্দের অনাগত সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা।  

সে সময় ভালভার্দের বান্ধবী গর্ভপাত হয়েছিল। তাই ভালভার্দেকে উদ্দেশ্য বায়েনা বলেছিলেন, ‘এখন কান্না করো। কারণ তোমার ছেলে আর জন্মাবে না। ’ সে সময় ভালভার্দে বায়েনাকে এ ব্যাপারে কথা বলতে নিষেধ করেছিলেন। তবে তখন কথা না শুনে বারবারই এই কথা বলতে থাকেন।  

লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেও একই ধরনের মন্তব্য করেন বায়েনা। মাঠের ভেতর ভালভার্দে তেমন প্রতিক্রিয়া না দেখালেও এবার আর ছেড়ে দেননি তিনি। ম্যাচ শেষে পার্কিং লটে ভিয়ারিয়ালের টিম বাসে অপেক্ষা করেন ভালভার্দে। বায়েনাকে সামনে পেয়ে সজোরে ঘুষি মারেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। আর বলেন, ‘এবার বলো আমাকে মাঠে আমার সন্তানকে নিয়ে কী বলেছিলে!’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।