ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোদের সঙ্গে সম্পর্কের অবনতি, চাকরি হারালেন গার্সিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
রোনালদোদের সঙ্গে সম্পর্কের অবনতি, চাকরি হারালেন গার্সিয়া

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কে ফাটল ধরার জেরে চাকরি খোয়াতে হয়েছে আল নাসর কোচ রুডি গার্সিয়াকে। তাছাড়া ড্রেসিংরুমের সবার সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছিল না এই কোচের।

তাকে ছাঁটাই করার কারণ হিসেবে রয়েছে পারফরম্যান্স খরাও।  

দলের ফুটবলারদের সঙ্গে গার্সিয়ার সম্পর্ক এতই খারাপ হয়েছিল যে আল নাসরের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তাছাড়া ক্লাবের যে লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে সেগুলো মেনে চলছিলেন না তিনি। ছাঁটাই হওয়ার পেছনে এই কারণগুলোও জড়িত রয়েছে।  

সৌদি প্রো লিগ শেষ হতে বাকি আরও সাতটি ম্যাচ। বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসর। শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে তাদের ৩ পয়েন্টের ব্যবধান রয়েছে। এর আগে এরাবিয়ান সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে। এরকম বাজে পারফরম্যান্সও গার্সিয়াকে ছাঁটাই করার অন্যতম কারণ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।