ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দ্রুতই সবার সামনে সত্যিটা উঠে আসবে: সোহাগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
দ্রুতই সবার সামনে সত্যিটা উঠে আসবে: সোহাগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি গণমাধ্যমে নেতিবাচক সব শিরোনামে উঠে আসছে তাদের নাম।

সাফ জয়ী নারী ফুটবলারদের ‘টাকার অভাবে’ অলিম্পিক বাছাইয়ে খেলতে না পাঠানো। সরকারের উপর দায় চাপাতে গিয়ে তাদের বিরাগভাজন হওয়া।  

সর্বশেষ গতকাল (১৪ এপ্রিল) বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা এবং ১২ লাখ টাকা জরিমানা করেছে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে ফিফার নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসেন। সোহাগ নিজেও জানিয়েছেন দ্রুতই সত্য সকলের সামনে আসবে।

আজ (১৫ এপ্রিল) সোহাগের আইনজীবী আজমালুল হোসেনের প্যাডে একটি ‘বিবৃতি’ ক্রীড়াঙ্গনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরোয়ার্ড করেন সোহাগ। বিবৃতিতে তিনি জানান, ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করবেন।

আইনজীবীর প্যাডে দেয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিফা আরেকটু কথা বলে ব্যাপারটি মেটাতে পারতো। এমন নিষেধাজ্ঞাকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন। এছাড়া ফিফা যে অর্থ সংক্রান্ত লেনদেন নিয়ে অভিযোগ করেছে সেটা সংস্থাটিকে আগেই জানানো হয়েছে, চিঠি নেওয়া হয়েছে, দ্রব্যাদির দাম সব কিছু ঠিকঠাক জেনে চিঠি ইস্যু করা হয়েছে। ফিফার অনুমতি ছাড়া কোনো কিছুই করেননি সোহাগ এমনটাই দাবি করেছেন তার আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।