ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মায়ের নামে প্রায় সব সম্পদ, ‘অর্ধেক’ দাবি করে হতাশ হাকিমির স্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
মায়ের নামে প্রায় সব সম্পদ, ‘অর্ধেক’ দাবি করে হতাশ হাকিমির স্ত্রী

সম্প্রতি এক নারীর যৌন নির্যাতনের অভিযোগ আসায় নানাভাবে সমালোচিত হন পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশ্রাফ হাকিমি। এরই মধ্যে তাকে তালাক দেওয়ার আবেদন জানায় স্ত্রী হিবা আবুক।

শুধু তাই নয়, হাকিমির অর্ধেক সম্পত্তির ভাগ চেয়ে বসেছেন তিনি। কিন্তু সম্পত্তি চেয়ে হতাশই হতে হয়েছে হাকিমির স্ত্রীকে।

ফরাসি গণমাধ্যম ফার্স্ট ম্যাগের প্রতিবেদন টেনে স্প্যানিশ মিডিয়া মার্কা জানায়, তালাকের আবেদন জানিয়ে হিবা তার স্বামী হাকিমির সম্পদের অর্ধেক দাবি করে বসেছেন। কিন্তু পরে জানতে পারেন, পিএসির এই ডিফেন্ডারের প্রায় সকল সম্পত্তিই মায়ের নামে করা! এমনকি ক্লাব থেকে দেওয়া হাকিমির বেতনও ঢুকে তার মায়ের অ্যাকাউন্টেই।

বর্তমানে আফ্রিকার সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারদের মধ্যে ৬ নম্বরে রয়েছেন হাকিমি। ফরাসি ক্লাবটি থেকে তিনি প্রতি মাসে পেয়ে থাকেন ১ মিলিয়ন ডলার করে। আর এই বেতনের ৮০ শতাংশ চলে যায় তার মায়ের অ্যাকাউন্ডে। বাকি ২০ শতাংশ নিজের কাছে রেখে দেন হাকিমি। তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ২৪ মিলিয়ন ডলার। যার ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করেন মরোক্কান এই ডিফেন্ডারের মা। আর তাইতো হতাশ হয়েই থাকতে হচ্ছে তালাক চাওয়া হাকিমির স্ত্রীর।  

কয়েকদিন আগে প্যারিসে নিজের বাসায় এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এরপরই তার স্ত্রী হিবা সুযোগ বুঝেই তালাক চেয়ে বসে। অথচ হাকিমির ক্লাব থেকে শুরু করে দেশ সবারই সমর্থন পেয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।