ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

সাফে ভালো কিছুর প্রত্যয় নাবিলের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
সাফে ভালো কিছুর প্রত্যয় নাবিলের

আগামী মাসে ভারতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ছয় দলের পাশাপাশি আমন্ত্রিত দেশ হিসেবে অংশ নেবে লেবানন এবং কুয়েত।

ফলে এবারের সাফ বেশ চ্যালেঞ্জিংই হবে। তবে সাফে গ্রুপ পর্ব পার করে সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন বাফুফে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল।

সাফে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। শীর্ষ দল হিসেবে গ্রুপে রয়েছে লেবানন। এছাড়াও মালদ্বীপ এবং ভুটানও রয়েছে। সাফে অংশ নেওয়া প্রতিটি দলকেই শক্তিশালী বলে মনে করেন নাবিল। তিনি বলেন, ‘যেহেতু আমরা সাফে খেলছি আমি মনে করি প্রতিটি দলই শক্তিশালী। এবারের সাফে আমন্ত্রিত দল রয়েছে। বাইরে থেকে দুটি দেশ অংশ নিচ্ছে। আমরা সকলেই জানি তারা শক্ত প্রতিপক্ষ। ’

বাংলাদেশর প্রথম ম্যাচ লেবাননের বিপক্ষে। এরপর খেলবে মালদ্বীপ এবং ভূটানের বিপক্ষে। প্রথমেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলার ফলে বাংলাদেশের কাজটা সহজ হবে বলে মনে করেন নাবিল। তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ লেবাননের বিপক্ষে এরপর মালদ্বীপ, ভুটানের সঙ্গে। শুরুটা কঠিন প্রতিপক্ষ দিয়ে এরপর আমরা পরের ম্যাচগুলোতে অপেক্ষাকৃত সহজ দলের সঙ্গে খেলবো। এটা আমাদের জন্য ভালো দিক। আমার মতে, আমাদের সুযোগে আছে। পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী। দুটো ম্যাচ ভালোমতো আমরা খেলতে পারলে আমাদের সুযোগ থাকবে। ’

সাফে বাংলাদেশ দলের কোচিং স্টাফে তিন স্প্যানিশ যোগ দিচ্ছেন। সহকারী কোচ হিসেবে থাকবেন দাভিদ গোমেস, গোলকিপার কোচ হিসেবে থাকবেন মিগেল আনহেল আনিদো এবং ফিজিও হিসেবে থাকছেন দাভিদ দোবারা মাগান। এবারের সাফে দলের ম্যনেজার হিসেবে থাকছেন আমের খান এবং টিম লিডার হিসেবে শওকত আলী খান জাহাঙ্গীর। এছাড়া বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দল অনুশীলন করবে এবং তাদের আবাসন ব্যবস্থা করা হয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে।

সাফের আগে কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ১২ জুন সেখানে যাওয়ার কথা থাকলেও দুই দিন আগেই কম্বোডিয়ায় যাওয়ার পরিকল্পনা করছে বাফুফে। নাবিল বলেন, ‘আমরা চেষ্টা করছি ১০ তারিখেই কম্বোডিয়ায় যাওয়ায়। সেখান থেকে সরাসরি বেঙ্গলুরুতে যাবে দল। ফলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহজ হবে। খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত করতে পারবে। ’

এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল পাঠাতে রাজি হওয়ায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিওিএ’র  সিদ্ধান্ত জানতে পেরেছি। আগামী সেপ্টেম্বরে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে নারী এবং পুরুষ ফুটবল দল পাঠানো হবে। দুই দলকেই পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা বিওএ, সভাপতি এবং সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রস্তুতিও চলমান ছিল। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২১, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।