ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

দ্বিতীয়ার্ধেই ম্যাচের মোড় ঘুরে গেছে: লেমোস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
দ্বিতীয়ার্ধেই ম্যাচের মোড় ঘুরে গেছে: লেমোস

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরে ফেডারেশন কাপের শিরোপা হাতছাড়া হয়েছে আবাহনীর। দলের পর্তুগিজ কোচ মারিও লেমোস ম্যাচ শেষে দুষলেন দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সকেই।

আসরের ফাইনালের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আবাহনী নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় ম্যাচ শেষ করে। অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ৪-৪ সমতায়। সেখানে টাইব্রেকারে ৪-২ গোলে হেরেছে তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোলের সমতায় ফেরে মোহামেডান। সেখানেই খেলার মোড় ঘুরে গেছে বলে মনে করেন লেমোস। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের শুরুটা ভালো ছিল না। আমরা তাদের খেলায় ফেরার সুযোগ করে দিয়েছি। তারা সেই সুযোগ কাজে লাগিয়েছে। এমন ম্যাচে কোনও দল একবার এগিয়ে গেলে তখন সেখান থেকে জয় পাওয়া অনেক কঠিন। দুই দলেরই সমান সুযোগ ছিল। টাইব্রেকার ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ’ 

আবাহনী শিরোপা জয়ের যোগ্য দাবিদার ছিল বলে মনে করেন লেমোস। তিনি বলেন, ‘আমাদের এই ম্যাচে জয় পাওয়ার কথা ছিল। আমরা শিরোপা জয়ের জন্য যোগ্য দল ছিলাম। তবে আমরা পারিনি। ’

মোহামেডানের হয়ে চার গোল করেছেন সোলেমান দিয়াবাতে। তাকেই এই ম্যাচের জয়ের নায়ক বলা হচ্ছে। ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন লেমোসও। তিনি বলেন, ‘বাংলাদেশে দিয়াবাতে অন্যতম সেরা একজন স্ট্রাইকার। সে আজ তার সেরাটা দিয়েছে। সকলকে নিজের সক্ষমতা দেখিয়েছে। ’

পেনাল্টি থেকে গোল করতে পারেননি দলের সেরা তারকা রাফায়েল আগুস্তো। পুরো ম্যাচে তেমন একটা ভালো পারফরম্যান্স ছিল না তার। ইনজুরি নিয়ে খেলার কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন লেমোস, ‘রাফায়েল আগুস্তো পুরোপরি ফিট ছিল না। তবে সে আমাদের অধিনায়ক। তাই তাকে খেলানো হয়েছে। সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে দিনটা আমাদের ছিল না। ’

‘টাইব্র্রেকারে দুটি শট মিস হবে এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। তবে এখানে গোলরক্ষককে ( কৃতিত্ব দিতে হয়)। সে দারুণ সেভ করেছে,’ যোগ করেন লেমোস।

ম্যাচ শেষে মোহামেডানকে অভিনন্দন জানাতে ভুল করেননি লেমোস। তিনি বলেন, ‘আমরাও ফাইনাল জয়ের কাছাকাছি ছিলাম। তবে আমরা পারি এটাই বাস্তবতা। অভিনন্দন মোহামেডান। ’

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।