ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

মহসীনকে আর্থিক সহায়তা দেবেন সালাউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুন ৬, ২০২৩
মহসীনকে আর্থিক সহায়তা দেবেন সালাউদ্দিন

জাতীয় দলের সাবেক গোলরক্ষক মোহাম্মদ মহসীন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। জাতীয় দলের এক সময়কার সতীর্থ মহসিনের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আজ মহসীনকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

এককালীন এক লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। এর পাশাপাশি প্রতি মাসে ৫০ হাজার টাকা দেবেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মহসিনকে এক লাখ টাকা আজই দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া প্রতিমাসে তাকে ৫০ হাজার টাকা করে দেবো। তবে বাফুফে থেকে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমি নিজের থেকেই দিচ্ছি। ’

১৯৮২ সালে ঢাকা মোহামেডানের হয়ে আবাহনীর কাজী সালাউদ্দিনের পেনাল্টি ঠেকিয়ে মহসিন ফুটবলাঙ্গনে পরিচিতি পান৷ এরপর টানা এক যুগ ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে খেলেছেন৷ আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা দলে অধিনায়কত্ব করেছেন। জাতীয় দলে খেলেছেন ১৯৮২-৯২ পর্যন্ত। ফুটবলে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন।

বাংলাদেশ সময়:  ২১২৭ ঘণ্টা, ০৬ জুন, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।