ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দলের সঙ্গে যোগ দিলেন বিশ্বনাথ-ইসা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
দলের সঙ্গে যোগ দিলেন বিশ্বনাথ-ইসা

দুই গুরুত্বপূর্ণ ফুটবলার বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সালকে ছাড়াই কম্বোডিয়া যেতে হয়েছিল বাংলাদেশ ফুটবল দলকে। ভিসা জটিলতায় তারা দলের সঙ্গে যেতে পারেননি।

তবে আজ (মঙ্গলবার) দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা।

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কম্বোডিয়ায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামী ১৫ তারিখ কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে বিশ্বানাথ এবং ফয়সালের দলে থাকার সম্ভাবনা রয়েছে।

কম্বোডিয়া থেকে সরাসরি ভারতের বেঙ্গলুরুতে যাবে বাংলাদেশ। সেখানে ১৯ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।