ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

কম্বোডিয়াকে হারাতে চায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
কম্বোডিয়াকে হারাতে চায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি নিতে বর্তমান কম্বোডিয়ায় আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্যেই কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মিকে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ে দল আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়েছে বলে মনে করেন তপু বর্মন। আগামী ১৫ জুন কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চান বলে জানিয়েছেন তপু।

কম্বোডিয়া থেকে ভিডও বার্তা তপু বলেন, ‘প্রস্তুতি আমরা ঢাকা থেকে শুরু করেছি। এটা ঠিক এখানে আসার পর ভালো সুযোগ সুবিধার মধ্যে আছি। সবাই খুব উজ্জীবিত এবং সক্রিয় আছে। গতকালের ম্যাচটি আমাদের জন্য ভালো একটা ম্যাচ ছিল। কেননা, আমরা কম্বোডিয়ার শীর্ষ লিগের দলের বিপক্ষে খেলে জিতেছি। আগামী ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষেও আমরা জিততে চাই। প্রথম ম্যাচে জয়ের ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ’

আজ (১৩ জুন) মঙ্গলবার মাঠের অনুশীলন হয়নি। জিকো-তপুরা জিম, সুইমিং করে সময় কাটিয়েছেন। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন দলের সবশেষ অবস্থা নিয়ে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে পুরো দলটাকে দেখার বিষয় ছিল। সেটা হয়েছে, যা ইতিবাচক দিক। ম্যাচটা জেতায় ছেলেদের মনোবল আরও ভালো হয়েছে বলে আমি আশাবাদী। কম্বোডিয়ার বিপক্ষে যে ম্যাচটা আছে, সেটা নিয়েও হোমওয়ার্ক করেছি। ’

দু’জন ডিফেন্ডার আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন। সবাইকে এক সঙ্গে পেয়ে খুশি এই সাবেক তারকা ফুটবলার, ‘রিকোভারি সেশন ছিল। আজ আবার দলের সঙ্গে বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সাল যোগ দিয়েছে। পুরো দলটাকে একসাথে পেয়েছি। সবাই ভালো ও উজ্জীবিত অবস্থায় আছে। কম্বোডিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলার জন্য সবাই প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ১৩ জুন, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।