ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ছয় বছরের চুক্তিতে চেলসিতে এনকুকু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ছয় বছরের চুক্তিতে চেলসিতে এনকুকু

গত বছরের ডিসেম্বরেই চুক্তিতে সম্মতি দিয়েছিলেন ক্রিস্তোফার এনকুকু। তবে আরবি লাইপজিগের হয়ে খেলতে হয়েছে আরও এক মৌসুম।

অবশেষে ফরাসি এই স্ট্রাইকার যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিতে। ক্লাবটির পক্ষ থেকে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে চেলসি জানায়, ‘চেলসি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ২০২৩-২৪ মৌসুমকে সামনে রেখে আরবি লাইপজিগ থেকে এই ক্লাবে যোগ দিয়েছেন ক্রিস্তোফার এনকুকু। ’ ফরাসি এই স্ট্রাইকারের দাম সম্পর্কে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ইংলিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে ৬৩ মিলিয়ন পাউন্ডে তিনি চেলসিতে যোগ দিয়েছেন ছয় বছরের জন্য।

গত মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এনকুকু। বুন্ডেসলিগায় টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে লাইপজিগ, যেখানে ফরাসি এই স্ট্রাইকার রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে তিনি করেছেন ২৩টি গোল। ২০২১-২২ মৌসুমে এই ক্লাবের জার্সিতে ২০ গোলের পাশাপাশি ১৫ অ্যাসিস্ট করে নির্বাচিত হয়েছিলেন বুন্ডেসলিগার সেরা ফুটবলার।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।