ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি চ্যাম্পিয়নস লিগ: শারজাহ এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এএফসি চ্যাম্পিয়নস লিগ: শারজাহ এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস

এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ডে শারজাহ এফসিকে প্রতিপক্ষ হিসেবে পেল বসুন্ধরা কিংস।  

আগামী ১৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের জায়ান্টদের বিপক্ষে লড়বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

ম্যাচটির ভেন্যু ও সময় এখনও চূড়ান্ত করেনি এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন)।

শারজাহ এফসিকে হারাতে পারলেই প্লে-অফে উঠবে কিংস, যেখানে তারা মুখোমুখি হবে ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসির বিপক্ষে। ওই ম্যাচ জিতলে সুযোগ মিলবে গ্রুপ পর্বে খেলার।  

প্রতিপক্ষ হিসেবে শারজাহ এফসি বেশ শক্তিশালী। দলটি আরব আমিরাতের প্রো লিগে ২০২২-২৩ মৌসুমে ১৩ দলের মধ্যে সপ্তম হয়েছে। এই দলে আছে বার্সেলোনার সাবেক দুই ফুটবলার মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসের।  

৩৩ বছর বয়সী মিডফিল্ডার পিয়ানিচ বার্সা ছাড়াও খেলেছেন জুভেন্টাস, রোমা, অলিম্পিক লিঁওর মতো ক্লাবে। অন্যদিকে ২৯ বছর বয়সী ফরোয়ার্ড আলকাসের বার্সা ছাড়াও খেলেছেন ভালেন্সিয়া, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবে। স্পেন জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৯ ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।