ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

চূড়ান্ত হলো ২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
চূড়ান্ত হলো ২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ

দক্ষিণ আমেরিকার বদলে এবার যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার পরবর্তী আসর। সেই আসরের দিনক্ষণ ঘোষণা করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

 

গতকাল কনমেবল বিবৃতি দিয়ে জানিয়েছে, ঠিক এক বছর পর পরবর্তী কোপা আমেরিকা মাঠে গড়াবে। ২০২৪ সালের ২০ জুন আসরের পর্দা উঠবে, পর্দা নামবে ১৪ জুলাই।  

এবারের কোপায় অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার ১০ দল। এছাড়া কনকাকাফ অঞ্চলের ৬টি দল খেলবে অতিথি হিসেবে। অর্থাৎ এবারের আসর হবে ১৬ দলের। কনকাকাফ থেকে যে ৬টি দল খেলবে তারা মূলত উঠে আসবে কনকাকাফ নেশন্স লিগ থেকে, যা শুরু হবে সেপ্টেম্বরে।  

কনকাকাফ নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এই সপ্তাহে কানাডাকে ০-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুলেছে তারা। কিন্তু এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কোপায় সরাসরি খেলতে পারবে না যুক্তরাষ্ট্র। পরের আসরের কোয়ার্টার ফাইনালে খেলা চার দল সুযোগ পাবে। বাকি দুই দল আসবে প্লে-ইন রাউন্ডের জয়ী ও কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলোর লড়াই থেকে।  

এদিকে কোপার দিনক্ষণ চূড়ান্ত হলেও ভেন্যু সম্পর্কে এখনও কোনো ঘোষণা দেয়নি কনমেবল। তবে খুব শিগগিরই স্টেডিয়ামের নামগুলো প্রকাশ করা হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র মূলত এই আসর আয়োজন করছে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। কারণ আগামী বিশ্বকাপের সহ-আয়োজক তারা। বাকি দুই দেশ হলো কানাডা ও মেক্সিকো।  

যুক্তরাষ্ট্র এর আগে আরও ৪ বার কোপায় অংশগ্রহণ করেছে। ২০১৬ সালে কোপা আয়োজনও করেছিল দেশটি। সেই আসরের সেমিফাইনালেও উঠেছিল তারা। ২০২৪ কোপা আয়োজনের কথা ছিল ইকুয়েডরের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সরে দাঁড়ায় দেশটি। পরে দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।