ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

নিষেধাজ্ঞা পেয়ে উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
নিষেধাজ্ঞা পেয়ে উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন মরিনিয়ো

ইউরোপা লিগের ফাইনালে হারার পর রেফারি অ্যান্থনি টেইলরের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ও তাকে নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করে টাচলাইনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রোমার কোচ হোসে মরিনিয়ো। সেই নিষেধাজ্ঞার জের ধরে এবার উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন অভিজ্ঞ এই কোচ।

এক চিঠিতে উয়েফাকে নিজের সিদ্ধান্তের বিষয়ে জানান মরিনিয়ো। উয়েফার ফুটবল বিষয়ক প্রধান জোভোনিমির বোবানের কাছে লেখা সেই চিঠিতে তিনি বলেন, ‘ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তবে এই গ্রুপে অংশগ্রহণ থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ’ 

উয়েফা ফুটবল বোর্ড হচ্ছে শীর্ষস্থানীয় কোচ ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি গ্রুপ নিয়ে গঠিন উয়েফা ফুটবল বোর্ড। এই বোর্ডের সদস্যরা ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। তাদের কাজের আওতায় আছে ফুটবলের আইন ও সূচি। বোর্ডটি কেন ছেড়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মরিনিয়ো। কিন্তু চিঠিতে দেওয়া বক্তব্যে প্রমাণ হয় নিষেধাজ্ঞার জের ধরেই এই কাজ করেছেন রোমা কোচ।  

এই ব্যাপারে চিঠিতে তিনি বলেন, ‘যে বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস রেখে আমি এখানে যুক্ত হয়েছিলাম, সেটা আর টিকে নেই। এ কারণে আমি এই সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা অনুভব করেছি। আমি সদয়ভাবে অনুরোধ করছি যে আপনি উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দিন। ’

মে মাসের ৩১ তারিখে বুদাপেস্টে বসেছিল ইউরোপা লিগের ফাইনাল। ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় মিলিয়ে সেভিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে রোমা। ম্যাচটি টাইব্রেকারে গড়ালে হেরে বসে ইতালিয়ান ক্লাবটি। পুরো ম্যাচ জুড়ে মোট ১৪টি হলুদ কার্ড দেখান দায়িত্বে থাকা রেফারি টেইলর। যে কারণে খেপেছিলেন মরিনিয়ো।  

ম্যাচ শেষে নিজের ক্ষোভ সামলাতে পারেননি ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ। পুসকাস অ্যারেনার বাইরে ম্যাচ অফিসিয়ালদের লক্ষ্য করে চিৎকার করেন তিনি। তাছাড়া সংবাদ সম্মেলনেও নিজের রাগ প্রকাশ করেন মরিনিয়ো। একইসঙ্গে টেইলরের সমালোচনাও করেন তিনি। এই ঘটনার কারণেই অভিযুক্ত করা হয় তাকে। বুধবার তার শাস্তির কথা জানায় উয়েফা।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।