ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ইন্টার মায়ামিতেই যোগ দিলেন বুসকেতস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
ইন্টার মায়ামিতেই যোগ দিলেন বুসকেতস

অবশেষে গুঞ্জন সত্যি হলো। বার্সেলোনা ছাড়ার পর ইন্টার মায়ামিতেই যাচ্ছেন সের্হিও বুসকেতস।

ফলে আবারও স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারকে লিওনেল মেসির সঙ্গে একই জার্সিতে খেলতে দেখা যাবে।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইটে জানিয়েছেন, ইন্টার মায়ামির সঙ্গে ফ্রি এজেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের কাজটি সেরে ফেলেছেন বুসকেতস। পরে মেজর লিগ সকারের ক্লাবটির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।  

গত মাসে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন বুসকেতস। আগামী ৩০ জুন তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ক্লাবটির। তাতে ইতি ঘটতে যাচ্ছে বার্সার হয়ে বুসকেতসের দারুণ এক ক্যারিয়ার। তার সামনে সুযোগ ছিল সৌদি আরবের শীর্ষ এক ক্লাবে খেলার। কিন্তু বুসকেতস তাদের প্রস্তাবে রাজি হননি। বরং মেজর লিগ সকারের অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন তিনি।  

ইন্টার মায়ামির সঙ্গে বুসকেতসের আড়াই বছরের চুক্তি হয়েছে বলে জানা গেছে। এর আগে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে যাওয়ার ঘোষণা দেন মেসিও। মেসির সঙ্গে মিলে মিয়ামিকে নিয়ে বেশ ভালো চ্যালেঞ্জই নিতে হবে বুসকেতসকে। ২০২৩ সালের এমএলএস একদমই ভালো কাটেনি দলটির, পয়েন্ট টেবিলে আছে সবার নিচে। একই ক্লাবের হয়ে খেলতে পারেন বার্সার আরেক সাবেক তারকা জর্দি আলবা। চলতি মৌসুমেই বার্সা ছাড়ার ঘোষণা দেন তিনিও।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ২৪, ২০২৩ 
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।