ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপ

জয়ের বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
জয়ের বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে আসরে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে জামাল ভূঁইয়াদের।

আগামীকাল (২৫ জুন)রোববার বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। জয়ে শুরু করা মালদ্বীপ অনেকটা ফুরফুরে মেজাজেই রয়েছে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে এই দুই দল। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি।  

একটি ম্যাচের ফলই গ্রুপের হিসেব-নিকেশ বদলে দিতে পারে। ম্যাচ জিতে যেমন নিশ্চিন্তে নেই লেবানন-মালদ্বীপ, তেমন হেরে শুরু করেও টুর্নামেন্টকে বিদায় বলছে না বাংলাদেশ-ভুটান। তবে এটা ঠিক-এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার হিসেবটা রোববারই অনেকটা নির্ধারণ হয়ে যাবে।

বাংলাদেশ যদি এ ম্যাচ জেতে তাহলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকে থাকবে। আর বাংলাদেশ যদি হেরে যায় এবং রাতের ম্যাচে লেবানন জেতে ভুটানের বিপক্ষে তাহলে গ্রুপের হিসেব চূড়ান্ত হয়ে যাবে। বাংলাদেশ ও ভুটানকে বিদায় করে দিয়ে শেষ করে জায়গা করে নেবে লেবানন ও মালদ্বীপ।

বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে রাতের ম্যাচে লেবানন হারলে কিঞ্চিত একটা সম্ভাবনা টিকে থাকবে কাগজ-কলমে। তবে বাস্তবে সে সমীকরণ মেলার সম্ভাবনা খুবই কম। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ ড্র হলে শেষ ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে।

লেবানন ম্যাচে দ্বিতীয়ার্ধে আক্রমণের জোর বাড়াতে অ্যাটাকিং মিডফিল্ডার রবিউল হাসানকে নামিয়েছিলেন কোচ। কিন্তু তিনিও পারেননি ছাপ রাখতে। অতীত ভুলে মালদ্বীপ ম্যাচে পুরো মনোযোগ দিতে চান রবিউল। পূরণ করতে চান লাল-সবুজ জার্সিধারীদের সমর্থকদের প্রত্যাশা।  

‘অতীত ভুলে যাওয়াই ভালো। অতীত থেকেও অবশ্য অনেক কিছু শেখার আছে। টুর্নামেন্টের আগে আমরা বেশ ভালো ছন্দে ছিলাম। কম্বোডিয়া ম্যাচে আমরা হয়তো বল পজেশনে পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা ভালো খেলেছি। লেবানন ম্যাচেও আমরা ভালো খেলেছি, কিন্তু শেষ মূহূর্তে গোল হজম করেছি। মানুষ দেখবে দিন শেষে জিতেছি নাকি হেরেছি। ’

বাংলাদেশ আগামী ম্যাচে শুধু জয় নিয়েই মাঠ ছাড়তে চায়। কোনও সমীকরণ নিয়ে ভাবছেন না জামাল ভূঁইয়ারা। তাদের লক্ষ্য শুধুই জয়।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এআর/এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।