ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আজ (২৫ জুন) মালদ্বীপের বিপক্ষে বাঁচামরার লড়াই বাংলাদেশের। সেমিফাইনালে যেতে আজ তাদের জিততেই হবে।

ম্যাচের একাদশে পরিবর্তন আনা হয়েছে দুটি।

সুমন রেজাকে মূল ফরোয়ার্ড হিসেবে দলে নেওয়া হয়েছিল। সাফের দ্বিতীয় ম্যাচে তাকে বাইরে রেখে একাদশ দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। গত ম্যাচে বদলি হিসেবে খেলা রাকিব হোসেন আজ প্রথম একাদশে সুযোগ পেয়েছেন।

গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করেছিলেন হৃদয়। সেই হৃদয়কে আজ শুরুতেই রেখেছেন স্প্যানিশ কোচ। হৃদয়ের জন্য একাদশের জায়গা ছেড়ে দিতে হয়েছে কম্বোডিয়ায় একমাত্র গোল করে দলকে জেতানো মজিবুর রহমান জনিকে।

কাবরেরা দুটি পরিবর্তন ছাড়া ফরমেশনেও বদল আনতে যাচ্ছেন। প্রথম ম্যাচে ৪-৩-২-১ ছকে খেলে গোল করতে পারেনি ফাহিম-সুমনরা। উল্টো শেষ দিকে নিজেদের ভুলে গোল হজম করে বিপদে রয়েছে। আজ সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলার কথা লাল-সবুজদের।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ ফাহিম, হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, ইশা ফয়সাল, সোহেল রানা ও রাকিব হোসেন।

 

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।