ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রাকিবের ভাবনায় এখন ভুটান ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
রাকিবের ভাবনায় এখন ভুটান ম্যাচ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখে আজ (২৫ জুন) মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে পড়া বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন রাকিব হোসেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে এই জয়ের আনন্দে ভাসলেও পা মাটিতেই রাখতে চান রাকিব। কারণ সেমিফাইনালে খেলার অনেকটাই নির্ভর করছে ভুটানের বিপক্ষে ম্যাচের ওপর।

লেবাননের বিপক্ষে হার ভুলে বাংলাদেশের খেলা পরিবর্তনের ছাপ লক্ষ্যণীয়। মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে তারা। রাকিবও জানালেন সে কথা। তাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও গোল করতে চান এই ফরোয়ার্ড।

রাকিব বলেন, ‘সাফে প্রথম গোল আমার, একই সঙ্গে ম্যাচটা জিতেছি। এটা বেশি ভালো লাগছে। আসলে আগে লং বল খেলতাম। এখন পাসিং ফুটবল খেলছি। বিল্ড আপ খেলছি। পুরো দল বদলে গেছে। আক্রমণাত্মক ফুটবল খেলছি। তাই জিতেছি। এই ম্যাচ জিতে বেশি আনন্দ করতে চাই না। সামনে ভুটানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা জিততে চাই। ’

সাফ শুরুর আগে কিছুদিন ইনজুরিতে ছিলেন রাকিব। গত ম্যাচে সুযোগ পাননি একাদশে। এবার অবশ্য সুমন রেজার বদলে তাকে একাদশে খেলিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে জয় এসেছে। সতীর্থরা আমার ওপর ভরসা রেখেছে। খেলতে পেরেছি। গোল করতে পেরে দারুণ লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।