ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশকে হারাতে আশাবাদী ভুটান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
বাংলাদেশকে হারাতে আশাবাদী ভুটান

মালদ্বীপের বিপক্ষে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে সেমিফাইনালে লড়াইয়েও টিকে রয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

শেষ চারের টিকিট পেতে হলে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। অন্যদিকে ভুটানও ছাড় দিয়ে কথা বলতে রাজি নয়। টানা দুই ম্যাচ হেরেও বাংলাদেশের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেতে আশাবাদী ভুটান কোচ পেমা দর্জি।

‘বি’ গ্রুপে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়েও এখনো সেমিতে খেলা নিশ্চিত হয়নি লেবাননের। দুই ম্যাচে এক জয় ও হার নিয়ে সমান তিন পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের। আর দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়েও সম্ভাবনা জিইয়ে আছে ভুটানের। শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

শেষ ম্যাচে যদি তারা বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে আর অন্য ম্যাচে লেবাননের কাছে যদি মালদ্বীপ হেরে যায় তাহলে সেমিতে যাওয়ার সমীকরণ মিলিয়ে ফেলতে পারে ভুটান। তবে লেবানন ও বাংলাদেশ যদি নিজ নিজ ম্যাচ জেতে তাহলে শেষ চারে যাবে এই দুই দলই।
 
গতকাল লেবাননের কাছে ৪-১ গোলে হারের পর বাংলাদেশকে নিয়ে পেমা দর্জি বলেন, ‘এখনো টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। এখনো আমরা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিইনি। এখন পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ার দিকেই আমার পুরো মনোযোগ। ’

বাংলাদেশের বিপক্ষে নিজেদের উজাড় করে দিতে চায় ভুটান, ‘বাংলাদেশ ভালো দল। আমাদের জন্য সহজ প্রতিপক্ষ নয়, তাদের হারানোও সহজ নয়। আমাদের গ্রুপে প্রতিটি দলই ভালো। দেখা যাক কি হয়। আমার কথা হচ্ছে, আমরা আশা হারাব না। আমরা শতভাগ দেব, এটাই মূল কথা। ’

বাংলাদেশের রক্ষণ নিয়ে কিছুটা হলেও চিন্তিত ভুটান কোচ, ‘খারাপ দল নয়। তারাও ভালো দল, আমরাও ভালো দল। আমি মনে করি, বাংলাদেশের রক্ষণভাগ প্রতিপক্ষের জন্য খুবই কঠিন। ’

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।