ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

নিজের সব সম্পত্তি নেইমারকে উইল করে দিলেন এক ভক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
নিজের সব সম্পত্তি নেইমারকে উইল করে দিলেন এক ভক্ত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ভক্ত পুরো বিশ্বেই রয়েছে। অনেকেই অনেকভাবে নিজের এই সমর্থনের কথা জানান দেন।

এবার একজন ঘটালেন এক বিরল ঘটনা। নিজের সব সম্পত্তি পিএসজির এই ফরোয়ার্ডের নামে লিখে দিলেন তিনি।  

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ব্যক্তিদের মধ্যে নেইমার অন্যতম। তারপরও কেন তাকে নিজের সম্পত্তি লিখে দিলেন এই প্রশ্নের জবাবে ওই ভক্ত বলেন, ব্রাজিলিয়ান এই তারকা ছাড়া কাউকেই নিজের সম্পত্তি দেওয়ার মতো দেখছেন না। নেইমারের বাবার সঙ্গে নিজের বাবার মিলও খুঁজে পান তিনি।  

নেইমার পাগল ভক্ত বলেন, ‘আমি তাকে পছন্দ করি। তাকে আমি খুব ভালোভাবে চিনি। আমিও অনেক অপবাদ সয়েছি, আমিও পরিবার কেন্দ্রীক একজন মানুষ। তার বাবার সঙ্গে নেইমারের সম্পর্ক আমাকে নিজের বাবার সঙ্গে অনেক কিছু মনে করিয়ে দেয়, যিনি মারা গেছেন। ’

আত্মীয়-স্বজন থাকলেও তারা যোগাযোগ রাখেন না ওই ভক্তর সাথে। আর তাইতো এই উদ্যোগ তার, ‘আমার শরীরের অবস্থা ভালো নয়। এই কারণে, আমি সত্যিই দেখছি যে, আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই… আমি চাই না সরকার কিংবা আমার সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন আমার সম্পত্তি নিয়ে যাক। ’

আগেও নেইমারকে সম্পত্তি দেওয়ার চেষ্টা করেছিলেন ৩০ বছর বয়সী ওই ভক্ত। কিন্তু ব্যর্থ হন। এবার উইলের মাধ্যমে বৈধ উপায়ে সেটা করেছেন তিনি। একইসঙ্গে নেইমার যে লোভি নন, এই গুণ বেশি প্রভাবিত করেছে। তার ভাষ্য, ‘আমি জানি, সবচেয়ে বড় কথা তিনি লোভী নন, এখনকার দিনে যা বেশ বিরল। ’

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।