ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

চেলসি ছেড়ে আর্সেনালে হাভার্টজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
চেলসি ছেড়ে আর্সেনালে হাভার্টজ

চেলসিতে যোগ দিয়েই অর্জন করেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কিন্তু পরের মৌসুমেই পারফরম্যান্স তলানিতে চলে যায় দলটির।

একে একে অনেকেই ছাড়েন ক্লাব। সেই তালিকায় ‍যুক্ত হয়েছেন কাই হাভার্টজও। আর্সেনালে যোগ দিয়েছেন তিনি।  

বুধবার এক বিবৃতিতে হাভার্টজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আর্সেনাল। যদিও দামের কথা এখনও উল্লেখ করেনি ক্লাবটি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, চেলসিকে সাড়ে ৬ কোটি পাউন্ড দিতে হয়েছে গানার্সদের। সঙ্গে অন্যান্য সংযুক্তি আছে আরও ৫০ লাখ পাউন্ড।

বায়ার লেভারকুজেন থেকে ৭ কোটি ১০ লাখ পাউন্ডে ২০২০ সালে চেলসিতে যোগ দিয়েছিল হাভার্টজ। এরপর ক্লাবটির হয়ে তিনি খেলেন ১৪০টির মতো ম্যাচ। গোল করেছেন ৩০টি। ২০২১ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। একই বছর ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপেও ব্লুজদের শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।