ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

‘গোলাপি’ জার্সি পরে অভিষেকের অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
‘গোলাপি’ জার্সি পরে অভিষেকের অপেক্ষায় মেসি

নানা জল্পনার অবসান ঘটিয়ে গত মাসে আমেরিকান সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে এখনও অভিষেক হয়নি তার।

আগামী ২১ জুলাই অভিষেক হওয়ার কথা থাকলেও আসেনি অফিসিয়াল কোনো ঘোষণা।  

অভিষেক না হলেও মেসিকে ‘গোলাপি’ রংয়ের জার্সি পরিহিত অবস্থায় দেখছে সবাই। যদিও এটি কল্পনা মাত্র। বৃহস্পতিবার নিই ইয়র্কের সোহো স্টোরে দেখা যায় নতুন জার্সি পরিহিত অবস্থায় মেসি দাঁড়িয়ে আছেন। যেই জার্সিটি মেসি পরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এবং বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সির মধ্যে অন্যতম বলে ধারণা করা হচ্ছে।

এই জার্সির ধারণাটি সর্বপ্রথম আবিস্কার করেন আমেরিকান সাংবাদিক আলেক্সান্ডার আবনোস। নিজের চ্যানেলে স্পেশালি এই খবরটি প্রকাশ করেন তিনি।  

এর আগে ইন্টার মিয়ামির জার্সি নির্মাতা প্রতিষ্ঠান এডিডাস নিজেদের স্লোগান বদলে ফেলেছে মেসির আগমনকে সামনে রেখে। প্রতিষ্ঠানকি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় ‘অসম্ভব আসছে’। যেটি ধারা বোঝানে হয়েছে, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে মেসিই আসছে।  

মেসিকে নিজেদের ঘরের মাঠ ‘ডিআরপি পিএনকে স্টেডিয়ামে’ প্রেজেন্ট করতে পারে ইন্টার মিয়ামি। আগামী ২১ জুলাই, শুক্রবার লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে আর্জেন্টাইন তারকার।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।