ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউনাইটেড ছাড়লেন দে হেয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
ইউনাইটেড ছাড়লেন দে হেয়া

সম্পর্কটা অনেকদিনের। কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

এরপর কেটে গেছে ১২ বছর। এক যুগের সম্পর্ক ছিন্ন করে এখন নতুন চ্যালেঞ্জের খোঁজে রয়েছেন স্প্যানিশ গোলকিপার দাভিদ দে হেয়া। বিদায় জানিয়েছেন ইউনাইটেডকে।

রেড ডেভিলদের সঙ্গে এই বছরেই চুক্তি শেষ হয়ে যায় দে হায়ার। নতুন করে আর চুক্তি বাড়াতে চাননি তিনি। বিদায় বেলায় তিনি বলেন, ‘গত ১২ বছরের ভালোবাসার জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই৷ প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি৷ নতুন চ্যালেঞ্জ গ্রহণের, নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে। ’

২০১১ সালে ১৮.৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে আসেন দে হায়া। ১২ বছরে রেড ডেভিলদের হয়ে ৫৪৫ ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ক্লিনশিট রেখেছেন ১৯০ ম্যাচে। যা ইউনাইটেড ইতিহাসে সর্বোচ্চ। গত মৌসুমসহ প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভ জিতেছেন দুইবার। ক্লাবটির হয়ে একটি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ, দুটি লিগ কাপ, তিনটি কমিউনিটি শিল্ড শিরোপা জেতেন এই গোলকিপার। তার সম্ভাব্য গন্তব্য সৌদি প্রো লিগে।

এদিকে, দে হায়ার জায়গা পূরণ করতে ইন্টার মিলান থেকে ক্যামেরুনিয়ান গোলকিপার আন্দ্রে ওনানাকে নেওয়ার চেষ্টা করছে ইউনাইটেড। সিরি আয় গত মৌসুমে ২৪ ম্যাচে ক্লিন শিট রাখেন ওনানা। তাই তাকে নিয়ে আশাবাদী ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।